শিলিগুড়ি, ১৯ নভেম্বরঃ শিলিগুড়িতে চার লেনের এলিভেটেড রোডে ফের দুর্ঘটনা।নির্মীয়মান ফ্লাইওভার থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হলেন এক শ্রমিক।বার বার দুর্ঘটনায় নির্মাণকারী সংস্থার নিরাপত্তা এবং কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে উঠছে প্রশ্ন।
জানা গিয়েছে, নির্মীয়মান ফ্লাইওভারের ৫১ নম্বর পিলারে কর্মরত এক শ্রমিক এদিন হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে যান। এরপর সহকর্মীরা ছুটে আসেন এবং আহত শ্রমিককে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান।সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।সেখানেই বর্তমানে শ্রমিকের চিকিৎসা চলছে। তবে অবস্থা অত্যন্ত সংকটজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকের মাথায় হেলমেট ছিল না।অন্যান্য শ্রমিকদেরও খুব কমই সেফটি বেল্ট ব্যবহার করতে দেখা যায়। পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।
