শিলিগুড়ি,২২ জানুয়ারিঃ সরকারি জমি থেকে বেআইনি দখল সরাতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের প্রবল বাধার মুখে পড়ল শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি বা এসজেডিএ। বৃহস্পতিবার সকালে মহাকাল মন্দির সংলগ্ন এলাকায় সরকারি জমিতে থাকা কিছু দোকান ও বাড়িগুলি উচ্ছেদের উদ্দেশ্যে জেসিবি নিয়ে অভিযানে যায় এসজেডিএ। যদিও বাধার মুখে পড়ে ফিরে আসতে হয় আধিকারিক ও কর্মীদের।
স্থানীয়দের অভিযোগ, কোনও রকম আগাম নোটিস না দিয়েই দীর্ঘদিন ধরে বসবাসরত শতাধিক পরিবারকে উচ্ছেদ করার চেষ্টা করা হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের ১৭ তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটিগাড়া সিটি সেন্টারের বিপরীতে সরকারি জমিতে মহাকাল মন্দিরের শিলান্যাস করেন। এরপর থেকেই মন্দির নির্মাণ ঘিরে আশপাশের সরকারি জমি দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়।
জেসিবি আসার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দীর্ঘ সময় ধরে চলা এই বিক্ষোভের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত অভিযান স্থগিত করে ফিরে যায় এসজেডিএ-র দল। তাদের চলে যাওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, তাঁরা বহু বছর ধরে ওই জায়গায় বসবাস করছেন এবং দোকানপাটের ওপরেই তাঁদের সংসার নির্ভরশীল। কোনও বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করা হলে তাঁরা কোথায় যাবেন, তা নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন। তাঁদের অভিযোগ, মন্দির নির্মাণের আড়ালে সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে, এসজেডিএ কর্তৃপক্ষের দাবি, ওই জমি সরকারি এবং দীর্ঘদিন ধরেই সেখানে বেআইনি দখল রয়েছে। সরকারি নির্দেশ মেনেই তাঁরা অভিযান চালাতে গিয়েছিলেন। এসজেডিএ সূত্রে আরও জানানো হয়েছে, এর আগেও তিনবার নোটিস দেওয়া হয়েছিল। তবে স্থানীয়দের প্রবল প্রতিরোধের কারণে এদিন কোনও পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।
