শিলিগুড়ি, ২৬ মার্চঃ দেশজুড়ে লকডাউন। এই অবস্থায় শিলিগুড়িতে রাস্তায়, স্টেশনে থাকা ভবঘুরে, মানসিক রোগী সহ দুস্থদের কাছে খাবার নেই। সেকারণে এগিয়ে এলেন শিলিগুড়ি সাংবাদিকেরা। সোশ্যাল সাইটের মাধ্যমে শহরের সাংবাদিকেরা সাধারণ মানুষের কাছে আবেদন করেন কেউ খাবার(কেক, বিস্কুট, পাউরুটি), জল দিতে চাইলে দিতে পারেন রাস্তায় থাকা মানুষদের জন্য। সেইমতো অনেকেই যোগাযোগ করছেন। শহরের বহু সংগঠনও যোগাযোগ করেছে। সকলের বাড়ি থেকে খাবার সংংগ্রহ করে তা দুস্থদের হাতে তুলে দেওয়া হচ্ছে। যেহেতু এই মুহূর্তে কারোর বাড়ি থেকে অপ্রয়োজনে বাইরে বের হওয়া নিষেধ। সেকারণেই প্রত্যেকের বাড়ি গিয়ে খাবার সংগ্রহ করা হচ্ছে। দিনভর কাজের মাঝেই সেই খাবার শহরের কয়েকশো দুস্থ, ভবঘুরে মানুষদের হাতে তুলে দেওয়া হচ্ছে। লকডাউন থাকা পর্যন্ত রোজ এই কর্মসূচি নেওয়া হয়েছে।
আপনারা খাবার দিতে চাইলে যোগাযোগ করতে পারেন
98320-88423(Tarak Sarkar) 9832375956(Partha Pratim Sarakar) 89459-93797(Prasenjit Raha) 83369-37278(Jaydip Sarkar)
8509860407(Subhankar Paul),
9733005399( Diptendu Dutta),
9832577665(Abhra Baran Chatterjee)