শিলিগুড়ি, ১৮ জুলাইঃ লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি লেজেন্ডস এর তরফে ‘ফুড ফর অল’ কর্মসূচির উদ্বোধন করা হল।কর্মসূচির প্রথম দিনে হিলকার্ট রোডে গরীব অসহায় মানুষদের বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।
সংগঠনের তরফে জানা গিয়েছে, গোটা বছর ধরে তাদের এই কর্মসূচি চলবে।প্রতি সপ্তাহে তাদের এই কর্মসূচি চলবে।এর পাশাপশি গুলমা চা বাগানের অসহায় মানুষদের ছাতা বিতরণ করা হয়।
এদিনের কর্মসূচিতে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি লেজেন্ডেস এর সভাপতি ডঃ পঞ্চানন দেবরী ভরালি, সম্পাদক রাজীব চক্রবর্তী, কোষাধ্যক্ষ সত্যব্রত শর্মা, আনন্দ প্রকাশ শর্মা উপস্থিত ছিলেন।