শিলিগুড়িতে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষায় নকল করার অভিযোগ, গ্রেফতার ৫

শিলিগুড়ি, ১৭ মার্চঃ শিলিগুড়িতে ডব্লিউবিপিএসসি ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষায় পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে নকল করার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।


জানা গিয়েছে, শনিবার প্রধাননগর থানা অন্তর্গত ভারতী হিন্দি হাইস্কুলে ডব্লিউবিপিএসসি ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা চলছিল।এই পরীক্ষা কেন্দ্রে তন্ময় পাল, মহম্মদ সাদ্দাম এবং আনন্দ দাস নামে তিন পরীক্ষার্থী মোবাইল নিয়ে নকল করার চেষ্টা করছিল।সেইসময় হাতেনাতে ধরা হয় ৩ জনকে।এরপর স্কুলের তরফে প্রধাননগর থানায় খবর দেওয়া হয়।পুলিশ পৌঁছে ৩ জনকে গ্রেফতার করে।

অন্যদিকে শিলিগুড়ির নেতাজী হাইস্কুলের পরীক্ষা কেন্দ্রেও মোবাইল নিয়ে নকল করার ঘটনা সামনে আসে।ঘটনায় সুমঙ্গল চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ।পাশাপাশি কবি সুকান্ত হাইস্কুলের পরীক্ষাকেন্দ্র থেকে জয়জিত দাস নামে এক পরীক্ষার্থীকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ।


আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCEL