খড়িবাড়ি, ১৬ আগস্টঃ খেলা হবে দিবস উপলক্ষে খড়িবাড়ি ব্লকের ৩টি অঞ্চলে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হল।এদিন খড়িবাড়ি অঞ্চলের তরফে একটি র্যালির আয়োজন করা হয়।
এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের খড়িবাড়ি ব্লকের চেয়ারম্যান বাসুদেব রায় বলেন, খেলা হবে দিবস উপলক্ষে খড়িবাড়ি ব্লকের বিন্নাবাড়ি অঞ্চলের উল্লাহজোত ময়দান, বুড়াগঞ্জ অঞ্চলের কালকূট ময়দান এবং খড়িবাড়ি অঞ্চলের হাইস্কুল ময়দানে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।বিন্নাবাড়ি অঞ্চল সভাপতি সাগর মালাকার টুর্নামেন্টের উদ্বোধন করেন।
বিন্নাবাড়ি অঞ্চল সভাপতি সাগর মালাকার বলেন, বিন্নাবাড়ি অঞ্চলের উল্লাহজোতে ১৬টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
এদিনের অনুষ্ঠানে ব্লক চেয়ারম্যান বাসুদেব রায়, অঞ্চল সভাপতি সাগর মালাকার, দিলীপ সিং, ললিত বর্মন সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন।