শিলিগুড়ি, ১৭ ডিসেম্বরঃ জায়ান্ট স্ক্রিনে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখানোর ব্যবস্থা করেছে শিলিগুড়ি পুরনিগম।শিলিগুড়ি বাঘাযতীন পার্কে চলছে জোর কদমে প্রস্তুতি।
ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে উন্মাদনা ঘরে ঘরে।আর এই উন্মাদনাকে দ্বিগুণ করতে বিশেষ আয়োজন করছে শিলিগুড়ি পুরনিগম।রবিবার শিলিগুড়ির বাঘাযতীন ময়দানে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে ফাইনাল ম্যাচ দেখানোর ব্যবস্থা করা হয়েছে পুরনিগমের তরফে।এর জন্য ঢেলে সাজানো হচ্ছে বাঘাযতীন পার্ক ময়দানকে।বিভিন্ন দেশের জাতীয় পতাকা, ফুটবল ও কৃত্রিম ফুটবল কোর্ট বানিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে।মাঠ বসে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল দেখতে উৎসাহি শহরবাসীও।রবিবার এক অসাধারণ খেলার সাক্ষী হবে শিলিগুড়ি এমনটাই বললেন মেয়র।