নকশালবাড়ি ইউথের পরিচালনায় ‘এন‌এস আমরা ইউথ কাপ ২০২৩’ ফুটবল প্রতিযোগিতার আয়োজন

নকশালবাড়ি, ২ এপ্রিলঃ নকশালবাড়ি ইউথের পরিচালনায় ‘এন‌এস আমরা ইউথ কাপ ২০২৩’ ফুটবল প্রতিযোগিতা শুরু হল নকশালবাড়ির নিখিল স্মৃতি ময়দানে।


রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে খেলার উদ্বোধন করা হয়।প্রদীপ প্রজ্জ্বলন করে খেলার উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, জেলাশাসক এস পন্নমবলম, অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ, এসডিপিও অচিন্ত্য গুপ্ত সহ অন্যান্যরা।

জানা গিয়েছে, এই প্রতিযোগিতায় ১২ দল অংশগ্রহণ করছে।যার মধ্যে রয়েছে অসম, কলকাতা, ওড়িষ্যা, সিকিম, ঝাড়খন্ড, মিরাঠ, মেঘালয় সহ নেপালের ফুটবল দল। প্রথমদিনে ইস্টবেঙ্গল ও এম‌এম এফসি নকশালবাড়ি মধ্যে খেলা শুরু হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *