শিলিগুড়ি, ১১ জুলাইঃ ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও ভালো করতে এই প্রথমবার শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশের ঢাকা লয়ার্স ক্লাবের মধ্যে শিলিগুড়ির কাঞ্চজঙ্ঘা স্টেডিয়ামে একদিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।আগামী ১৪ জুলাই আয়োজিত হবে এই ফুটবল টুর্নামেন্ট।
জানা গিয়েছে, বাংলাদেশের ঢাকা লয়ার্স ক্লাবের তরফে এক দিবসীয় প্রীতি ফুটবল টুর্নামেন্ট করার প্রস্তাব আসার পর শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনও তাতে সহমত হয়।এরপরই শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, সাংসদ রাজু বিস্ত, মহকুমাশাসক প্রিয়াঙ্কা সিং, শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারক সহ অন্যান্যরা।
এই বিষয়ে শিলিগুড়ির বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক ধারা বলেন, এই প্রথমবার শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন এবং ঢাকা লয়ার্স ক্লাবের মধ্যে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।যার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।এই টুর্নামেন্ট ভারত-বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে।