শিলিগুড়ি, ১৪ জুলাইঃ শিলিগুড়ির ৪৫ নম্বর ওয়ার্ডের পার্বতী ঘাট কালী পূজা কমিটির তরফে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হল।
জানা গিয়েছে, যুবসমাজকে নেশা থেকে দূরে রাখতে এবং খেলাধূলার প্রতি আগ্রহ বাড়াতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে।টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ১ নম্বর বরো চেয়ারম্যান গার্গী চ্যাটার্জি, সমাজসেবী বিপ্লব চৌধুরী, মার্গারেট স্কুলের শিক্ষক এস কে ত্রিপাঠী, নবাঙ্কুর ক্লাবের সভাপতি প্রসেনজিৎ ঘোষের সঙ্গে অন্যান্য বিশিষ্ট মানুষেরা উপস্থিত ছিলেন।
এই বিষয়ে পার্বতী ঘাট কালী পূজা কমিটির সদস্য শিব শঙ্কর সোনকর বলেন, বর্তমান সময়ে যুবরা খেলাধূলা ছেড়ে নেশার প্রতি ঝুঁকছে।এই কারণে গত ৪ বছর ধরে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।বিজয়ী দলকে নগদ ৩০ হাজার টাকা ও ট্রফি এবং রানার আপ টিমকে নগদ ২০ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হবে।