ফুটবল খেলোয়ারদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল স্বেচ্ছাসেবী সংস্থা

শিলিগুড়ি,২৪ এপ্রিলঃ খাদ্যাভাবে ভুগছে চা-বাগানের ফুটবল খেলোয়াড়রা। তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা।


বিভিন্ন সময় ফুটবল খেলে রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন তারা।তবে লকডাউনে আজ খাদ্যাভাবে ধুঁকছেন। এই অবস্থায় বাগডোগরার সিঙ্গিঝোরা চা-বাগানে ৩০ জন খেলোয়াড়ের হাতে একমাসের খাদ্যসামগ্রী তুলে দিল ইউনিক ফাউন্ডেশন টিম। সংস্থার সব সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় জয়ন্তী বর্মন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom