শিলিগুড়ি,১৭ আগস্টঃ বড়পথু মিলন সংঘ ক্লাবের তরফে নক আউট ফুটবল লিগ টুর্নামেন্টের আয়োজন করা হল।বিগত দুবছর করোনা অতিমারির জেরে বন্ধ ছিল ফুটবল টুর্নামেন্ট।তবে এবছর পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের ক্লাবের তরফে আয়োজন করা হয়েছে ফুটবল টুর্নামেন্ট।এবছর এই টুর্নামেন্ট ২৩তম বর্ষে পদার্পণ করল।
বুধবার রাঙাপানি এলাকায় আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের সূচনা করা হয়।১৫দিন ব্যাপি খেলা চলবে।প্রতিযোগিতায় ৩০টি দল অংশগ্রহণ করবে।প্রতিদিন বিকেল ৪টা থেকে দুটি টিম খেলায় অংশগ্রহণ করবে।এই প্রতিযোগিতায় উত্তরবঙ্গের একাধিক জেলার খেলোয়াড়রাও অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে।
ক্লাব সম্পাদক সুজয় দাস বলেন, প্রতিবছর এই খেলার জন্য সাধারণ মানুষ অপেক্ষা করে থাকেন।করোনা অতিমারির জন্য দু বছর এই খেলা বন্ধ ছিল।পুনরায় এই বছর খেলা শুরু হওয়ায় সবাই খুব খুশি এবং আনন্দিত।