শিলিগুড়ি, ৯ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির বর্ধমান রোডে ফুটপাত দখলমুক্ত করলো জলপাইমোড় ট্রাফিক গার্ড।ফুটপাতে রাখা দোকানের জিনিসপত্র সরিয়ে দেওয়ার পাশাপাশি অবৈধভাবে পার্ক করা গাড়িগুলিও সরিয়ে দেওয়া হয়।
এদিন জলপাইমোড় ট্রাফিক গার্ডের আইসি নিয়ম অমান্যকারীদের সতর্ক করেন।আগামীতে নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।এরপরেও অবৈধভাবে পার্কিং করা হলে গাড়িগুলির চালান কাটা হবে বলে সতর্ক করা হয়।
উল্লেখ্য, ফুটপাত অবৈধভাবে দখলের জন্য সমস্যার সম্মুখীন হন পথচারীরা।অবৈধ পার্কিংয়ের কারণে যানজটের সমস্যা হয়।এই সমস্যা সমাধানের জন্য জলপাইমোর ট্রাফিক গার্ড অভিযানে নামে।