শিলিগুড়ি, ৩০ জানুয়ারি: শিলিগুড়ির হায়দারপাড়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামলো ভক্তিনগর ট্রাফিক গার্ড।
এদিন ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ী এবং অবৈধভাবে গাড়ি পার্কিং করা মানুষদের সতর্ক করা হয়।
এই বিষয়ে ভক্তিনগর ট্রাফিক গার্ডের আধিকারিকরা জানান, ফুটপাত থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। বর্তমানে সকলকে সচেতন করা হচ্ছে। আগামীতে নিয়ম অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
