শিলিগুড়ি, ৮ এপ্রিলঃ শিলিগুড়ি ভুটিয়া মার্কেট সংলগ্ন এলাকায় এবং শেঠ শ্রীলাল মার্কেটে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালালো পুরনিগম।
মঙ্গলবার সকালে ভুটিয়া মার্কেট সংলগ্ন এলাকা এবং ইস্ট বেঙ্গল রোড, তিলক রোডে ফুটপাত দখলমুক্ত করা হয়।এদিন ফুটপাতের উপর থাকা প্রায় ১৮ টি দোকানকে ভেঙে ফেলা হয়।এরপর শিলিগুড়ি শেঠ শ্রীলাল মার্কেটে এক ব্যবসায়ী বহুদিন ধরে অবৈধভাবে দোকান করছিলেন।সেই দোকানের অবৈধ অংশও এদিন ভেঙে ফেলা হয়।
এই বিষয়ে ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, কিছু ব্যবসায়ী রাস্তার ফুটপাত দখল করে দোকান করছিল।যার জেরে যানযটের সমস্যা হচ্ছিল।এর আগেও ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের তরফে অভিযান চালানো হয়েছিল।ভুটিয়া মার্কেটের রাস্তাটি ব্যস্ততম রাস্তা তাই আজ অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়।