শিলিগুড়ি, ১৯ আগস্টঃ গত রবিবার শিলিগুড়ির মাঝাবাড়িতে এক গৃহবধূকে খুনের ঘটনায় তদন্তে নামল ফরেন্সিক বিশেষজ্ঞ দল।
বুধবার গৃহবধূর শ্বশুরবাড়িতে যান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুই সদস্যের ফরেন্সিক বিশেষজ্ঞ দল এবং ভক্তিনগর থানার আইসি সুজয় টুঙ্গা, আশিঘর ফাঁড়ির ওসি পার্থসারথি দাস।ঘটনাস্থল থেকে বেশকিছু নমুনা সংগ্রহ করেন তারা।
প্রসঙ্গত, গত রবিবার শিলিগুড়ির মাঝাবাড়িতে গৃহবধূকে খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।মৃত গৃহবধূর নাম ললিতা পোদ্দার(২০)।গৃহবধূকে তার শ্বশুরবাড়ির সদস্যরা খুন করে বলে অভিযোগ মৃতার বাপের বাড়ির পরিবারের।ঘটনায় ক্ষিপ্ত হয়ে গৃহবধূর শ্বশুরবাড়িতে ভাঙচুরও চালায় বাপের বাড়ির সদস্যরা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ভক্তিনগর থানা পুলিশ ও আশিঘর ফাঁড়ির পুলিশ।ঘটনার পর গৃহবধূর শ্বশুরবাড়ির ৩ সদস্যকে আটক করে।ঘটনার পর থেকেই গৃহবধূর স্বামী রামপ্রসাদ পোদ্দার পলাতক।