শিলিগুড়ি, ২৯ এপ্রিলঃ ইউপিএ সরকারের সমস্ত প্রকল্পগুলি এখন মোদী নিজের নামে চালাতে চাইছেন।শনিবার বাগডোগরা বিমানবন্দরে নেমে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন প্রাক্তন রেলমন্ত্রী পবন বনসল।
জানা গিয়েছে, শনিবার জলপাইগুড়িতে তিস্তা বাঁচাও মঞ্চের কর্মসূচিতে এসেছেন কেন্দ্রীয় প্রাক্তন রেলমন্ত্রী পবন বনসল।এদিন তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার, জলপাইগুড়ির কংগ্রেস নেতৃত্ব পিনাকী সেনগুপ্ত, কংগ্রেসের মাটিগাড়া ব্লক সভাপতি সুব্রত কুন্ডু, অভিরাজ সুব্বা, জেলা যুব কংগ্রেসের সভাপতি রোহিত তেওয়ারি সহ অন্যান্যরা।
এদিন বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সরব হন তিনি।প্রাক্তন রেলমন্ত্রী পবন বনসল বলেন, দশ বছর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং যে সমস্ত প্রকল্পগুলি অসম্পূর্ণ করে চলে গিয়েছিলেন সেগুলি রূপায়ণ করে তার কৃতিত্ব এখন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিচ্ছেন। পাশাপাশি বুলেট ট্রেনের প্রকল্প মনমোহন সিংয়ের আমলের বলে জানান তিনি।
