আলিপুরদুয়ার, ২৮ আগস্টঃ আলিপুরদুয়ার জেলা জুড়ে পালিত হল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস।
শনিবার জেলার প্রতিটি ব্লকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।এদিন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে কালচিনি তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে প্রতিষ্ঠা দিবস পালন করেন কর্মী সমর্থকেরা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের কালচিনি ব্লক সভাপতি হায়দার আনসারি, তৃণমূল ব্লক সভাপতি পাশাং লামা, মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মালতী বাকলা সহ তৃণমূল ছাত্র পরিষদের অন্যান্য সদস্যরা।
অন্যদিকে, আলিপুরদুয়ার যোশোডাঙ্গা এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হয়।