শিলিগুড়ি, ২০ অক্টোবরঃ বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের ভার্চুয়ালি শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শিলিগুড়ির কাওয়াখালীর মাঠে শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মেয়র গৌতম দেব সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।
এদিন বানারসের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে ভার্চুয়ালি বাগডোগরা বিমানবন্দরের টার্মিনাল ভবনের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই বিষয়ে সাংসদ রাজু বিস্ত জানান, সাংসদ হিসেবে শপথ নেওয়ার সময় বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর তৈরি করার পরিকল্পনা নিয়েছিলাম।তা বাস্তবায়িত হতে চলছে। বাগডোগরা বিমানবন্দ দেশের ব্যস্ততম একটি বিমানবন্দর।নতুন টার্মিনাল ভবনের কাজ সম্পন্ন হলে প্রতিবছর প্রায় ১ কোটি মানুষ যাতায়াত করতে পারবেন।এরফলে পশ্চিমবঙ্গ সহ দার্জিলিং, তরাই, ডুয়ার্সের মানুষ লাভবান হবেন।পাশাপাশি পর্যটনেও উন্নতি হবে বলে জানান তিনি।
অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানান, এই বিমানবন্দরে নতুন টার্মিনাল তৈরি হলে সাধারণ মানুষ ও বিমান বাহিনীর অনেক সুবিধা হবে।রাজ্য সরকার আমাদের সমস্তরকমভাবে সহযোগিতা করলে আমরা সাধারণ মানুষের স্বার্থে আরও অনেক কাজ করতে পারবো বলে জানান তিনি।
এদিন শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে অনুষ্ঠানে এসেছি।বিমানবন্দরের জন্য রাজ্য সরকার জমি দিয়েছে।সরকারি অনুষ্ঠানে দলীয় স্লোগান বাঞ্ছনীয় নয় বলে জানান তিনি।