নকশালবাড়ি, ৩১ জানুয়ারিঃ নকশালবাড়ি লায়ন্স ক্লাব ও শিলিগুড়ি লায়ন্স নেত্রালয়ের উদ্যোগে এবং খড়িবাড়ি ট্রাফিক পুলিশের সহায়তায় ভারত-নেপাল সীমান্তবর্তী পানিট্যাঙ্কিতে নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল।শিবিরে মোট ৫৬জন চক্ষু পরীক্ষা করান।চক্ষু পরীক্ষার পাশাপাশি ঔষধ ও চশমাও প্রদান করা হয়েছে।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন নরেন্দ্র প্রসাদ, দেবপ্রসাদ ভৌমিক, অনিল সাহা, কৌশিক আচার্য সহ খড়িবাড়ি ট্রাফিক পুলিশের আধিকারিকরা।
এই বিষয়ে লায়ন্স ক্লাবের সম্পাদক কৌশিক আচার্য জানান, প্রতি মাসে একবার করে এই শিবির হচ্ছে।এদিন সাধারণ মানুষ থেকে পুলিশ কর্মীরাও চক্ষু পরীক্ষা করান।মূলত গাড়ির চালকদের চোখ পরীক্ষা করা হয়।আগামী মাসে ফের নকশালবাড়ি থানায় এই শিবিরের আয়োজন করা হবে।