নকশালবাড়ি, ১ আগস্টঃ সারদা বিদ্যা মন্দির নকশালবাড়ি এবং রোটারি শিলিগুড়ি গ্রীন এর যৌথ উদ্যোগে আজ নিঃশুল্ক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।
জানা গিয়েছে, সারদা বিদ্যা মন্দির চত্বরে এই শিবিরের আয়োজন করা হয়।পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে মানুষ এই শিবিরে আসেন।শিবিরে বিণামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
এই বিষয়ে সারদা বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক সুজিত দাস বলেন, নিঃশুল্ক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে।এদিনের শিবিরে প্রচুর মানুষ স্বাস্থ্য, চক্ষু ও দন্ত পরীক্ষা করান।পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।বেশকয়েকজনকে চোখের অপারেশন করার কথা বলা হয়েছে।নিঃশুল্ক অপারেশন করার ব্যবস্থাও করা হয়েছে।