শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা শিলিগুড়িতে এসে বেশকিছু নতুন উদ্যোগ ও অভিযান শুরু করেছেন।একদিকে যেমন শিলিগুড়িকে মাদক মুক্ত করতে অভিযান শুরু করেছেন অন্যদিকে শহরে একা থাকা প্রবীণ নাগরিকদের জন্য তৈরি করেছেন ‘সম্মান এর বাড়ি’।সম্মানের বাড়ির প্রবীণ নাগরিকদের সঙ্গে বিভিন্ন উৎসব পালন করে তাদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছে পুলিশ।
শনিবার সম্মানের বাড়িতে থাকা নাগরিকদের জন্য নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।এদিনের শিবিরে ব্লাড সুগার, প্রেসার, চক্ষু পরীক্ষা সহ বিভিন্ন রোগের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এদিন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, আজ সম্মানের বাড়ির সদস্যদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।পাশাপাশি সমস্ত থানাগুলিকে প্রত্যেক মাসে দ্বিতীয় শনিবার করে তাদের নিজ নিজ থানা অন্তর্গত এলাকায় বসবাসকারী বয়স্ক নাগরিকদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে।যাতে পুলিশ ও প্রবীন নাগরিকদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে।তিনি আরও বলেন, সম্মানের বাড়িতে থাকা প্রবীণ নাগরিকদের নিয়ে আগামী ২ মার্চ বনভোজনের আয়োজন করা হয়েছে।

