রাজগঞ্জ,২৩ আগষ্টঃ গতকাল রাতের প্রবল বর্ষণে ধসে গিয়েছে বাড়ির পাশের টিনের বেড়ার একাংশ, আতঙ্কিত পরিবারের সদস্যরা। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ধনেশ্বরী গ্রামে। এই গ্রামের বাসিন্দা শিবু দেবনাথের বাড়ির পাশের টিনের বেড়ার কিছুটা অংশ জলের চাপে ধসে যায়। ফলে আতঙ্কে ঘুম ছুটেছে পরিবারটির।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতভর বর্ষণের জেরে রাজগঞ্জের একাধিক জায়গা প্লাবিত। ধনেশ্বরি গ্রামের বাসিন্দা শিবু দেবনাথের বাড়ির পেছনের দিকের বেশ খানিকটা জায়গা ধসে গিয়েছে। বাড়ির পাশে নিকাশী নালা দিয়ে গ্রামের অতিরিক্ত জল বের হয়। সেই জলের চাপে ধস নেমে গভীর খাত তৈরি হয়েছে। এর পাশাপাশি, গ্রামের আরও কয়েকটি জায়গায় বিপজ্জনক খাত তৈরি হয়েছে।যেকোনও মুহূর্তে বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা গ্রামবাসীদের।
খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে যান মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত। শিবু দেবনাথের বাড়ির পাশাপাশি আরো কয়েকটি জায়গা ঘুরে দেখেন তিনি।তিনি বলেন,খবর পেয়েই আজ এসে বিষয়টি সরজমিনে খতিয়ে দেখলাম। বিষয়টি ব্লক অফিসে জানাবো যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা যায়।
শিবু দেবনাথ জানান, মঙ্গলবার রাত প্রায় আড়াইটা নাগাদ বিকট শব্দ শুনতে পেয়ে বাইরে বেড়িয়ে দেখি বাড়ির পাশের কিছুটা অংশ জলের চাপে ধসে গিয়েছে৷আমরা পুরো পরিবার নিয়ে খুব আতঙ্কে রয়েছি। আমি টোটো চালিয়ে কোনোরকমে সংসার চালাই। এভাবে ভিটে মাটি জলে চলে যাচ্ছে খুব চিন্তাই রয়েছি। যদি সরকার সাহায্য না করে তবে পথে বসতে হবে।