শিলিগুড়ি, ১৬ অক্টোবরঃ ইন্টারনেটের যুগে বেড়েছে নানা ধরনের প্রতারণা।তেমনই এক প্রতারণার শিকার হলেন শিলিগুড়ির মিলনপল্লীর বাসিন্দা অমিত আগরওয়াল।খারাপ ফ্রিজ ঠিক করতে গিয়ে প্রতারিত হতে হল তাকে।শেষে পুলিশের দ্বারস্থ হলেন তিনি।
কয়েকদিন আগে ফ্রিজ খারাপ হয় অমিত আগরওয়ালের।নামী কোম্পানির ফ্রিজ কিনেছিলেন তিনি।ফ্রিজ খারাপ হতেই ইন্টারনেটে কাস্টমার কেয়ার নম্বরের খোঁজ করেন।খোঁজ করতেই সেই সংস্থার নামে লেখা একটি ভুয়ো ওয়েবসাইট খোলে।
সেখানে থাকা কাস্টমার কেয়ারে ফোন করলে বাড়িতে ফ্রিজ মেরামতের জন্য লোক আসে।এরপর টাকা নিলেও ফ্রিজ ঠিক হয়নি বলে অভিযোগ ব্যক্তির।এরপর ফের ফ্রিজ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যোগাযোগ করে তিনি জানতে পারেন যে প্রতারিত হয়েছেন।শনিবার শেষমেষ ফ্রিজ মেরামত করতে আসা যুবককে শিলিগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেন ব্যক্তি।