শিলিগুড়ি, ৩ জানুয়ারিঃ আমরা সবাই সূর্য সেন স্পোর্টিং ক্লাব-এর উদ্যোগে এবং কানাই লাল সেন ফাউন্ডেশন-এর সহযোগিতায় প্রথমবারের মত ‘ফ্রেন্ডশিপ কাপ’ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হল।
জানা গিয়েছে, টুর্নামেন্টে মোট ৮টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার। প্রথম বছর হওয়া সত্ত্বেও প্রতিযোগিতাকে ঘিরে ব্যাপক উৎসাহ রয়েছে।
এই বিষয়ে ক্লাব সভাপতি তাণ্ডব মুখার্জী বলেন, বিভিন্ন সংগঠন ও সমাজের নানা অংশ থেকে দলগুলি প্রতিযোগিতায় অংশ নিয়েছে।এই প্রতিযোগিতা শুধুমাত্র একটি ক্রিকেট টুর্নামেন্টেই সীমাবদ্ধ থাকেনি বরং এটি সৌহার্দ্য ও বন্ধুত্বের মিলনমেলায় পরিণত হয়েছে। আগামীদিনে আরও বড় আকারে টুর্নামেন্ট করা হবে বলে আশাবাদী তারা।
ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, এই ধরনের ক্রীড়া উদ্যোগ নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।বাল্মিকী মাঠকে ভবিষ্যতে আরও সুসজ্জিত ও খেলাধুলার উপযোগী করে তোলার বিষয়ে চিন্তাভাবনা রয়েছে বলে জানান তিনি।
