শিলিগুড়ি,১০ নভেম্বরঃ পরিষেবা ও পরিচ্ছন্নতার ভিত্তিতে রাজ্যস্তরে আয়োজিত সুশ্রী প্রকল্পে প্রথম স্থান অধিকার করল শিলিগুড়ি জেলা হাসপাতাল। ২০১৫ সালে রাজ্যের সমস্ত হাসপাতালগুলিকে নিয়ে প্রথমবার এই সুশ্রী প্রকল্প চালু করা হয়। প্রায় প্রতিবছরই একটি ভালো জায়গা দখল করে আসছে শিলিগুড়ি জেলা হাসপাতাল। এবছর প্রথম স্থান অধিকার করে ৫০ লক্ষ টাকা পেতে চলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও এর আগেও এই প্রকল্পে প্রথম স্থান অধিকার করেছিল শিলিগুড়ি জেলা হাসপাতাল। হাসপাতাল সুপার অমিতাভ মন্ডল জানান, হাসপাতালের পরিস্কার পরিচ্ছনতা, সেবা সহায়তা সহ আরও বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে তারপরেই স্থানাধিকার দেওয়া হয়।
সুশ্রী প্রকল্পে প্রথম স্থান অধিকার করে যে ৫০ লক্ষ টাকা হাসপাতাল কর্তৃপক্ষ পেতে চলেছেন হাসপাতালেরই উন্নয়নমূলক কাজে সেই টাকা ব্যাবহৃত হবে বলে জানান হাসপাতাল সুপার। রোগী কল্যান সমিতির মিটিংয়ে বেশকিছু প্রস্তাব রাখা হবে, প্রস্তাব অনুমোদিত হলে সেই অনুযায়ী কাজ শুরু করা হবে।