শিলিগুড়ি,১০ এপ্রিলঃ ডাকাতির ছক বানচাল করে ৪ দুষ্কৃতিকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ।ধৃতরা হল সুনীল তামাং,সাগর তামাং,কমল রায় ও শুভম বিশ্বকর্মা।সুনীল তামাং মিলন মোড়,সাগর তামাং রম্ভি,কমল রায় মাটিগাড়া ও শুভম বিশ্বকর্মা কালিম্পঙের বাসিন্দা।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালিয়ে এই চার দুষ্কৃতীকে গ্রেফতার করে প্রধাননগর থানার পুলিশ।গতকাল রাতে দুষ্কৃতীদের একটি দল ডাকাতির পরিকল্পনায় জংশন এলাকায় উপস্থিত হয়েছিল।যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে এলাকা থেকে পালিয়ে যায় বাকিরা।তাদের মধ্যে চারজনকে ধরে ফেলে পুলিশ।বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।ধৃতদের কাছ থেকে বেশকিছু অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।