শিলিগুড়ি, ২৭ অক্টোবরঃ পুজোর পচনশীল দ্রব্য নদীতে ফেলে দূষণ নয়, তা দিয়ে তৈরি হবে উন্নতমানের সার।এবারে এমনটাই উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি পুরনিগম।
মহানন্দা নদী দূষণমুক্ত করার পাশাপাশি সৌন্দর্যায়নের ওপর জোর দিয়েছে শিলিগুড়ি পুরনিগম।মহানন্দা নদী দূষণমুক্ত করার প্রচেষ্টা জারি রয়েছে।আর সেই কারণেই প্রতিমা বিসর্জনের পর পচনশীল দ্রব্য নদীতে ফেলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুরনিগম।এই নিষেধাজ্ঞা মেনে সমস্ত পুজো উদ্যোক্তারা একটি নির্দিষ্ট স্থানে পুজোর ফুল, বেলপাতা সহ যাবতীয় দ্রব্য জমা করেন।আর সেই পচনশীল দ্রব্য দিয়ে তৈরি হচ্ছে উন্নত মানের সার।এই সার চা বাগানের ক্ষেত্রে উপযোগী।
সোমবার বিসর্জনের পরপরই মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে ফুল বেলপাতা সহ প্রায় সমস্ত পূজার সামগ্রী পচিয়ে সার তৈরীর কাজ, যা দিয়ে কিছুটা হলেও মুনাফার মুখ দেখবে শিলিগুড়ি পুরনিগম এমনটাই জানিয়েছেন প্রশাসক অশোক ভট্টাচার্য।