শিলিগুড়ি, ৫ মার্চঃ দোলের সময় আবির খেলার ইচ্ছে থাকলেও বাজারে নানা কোম্পানির আবিরে অ্যালার্জি হয় অনেকের।যেকারণে দোলের সময় অনেকেই আবির থেকে দূরে থাকেন।
তবে এবছর বন দফতরের ভেষজ আবির দিয়েই হোলি খেলতে পারেন। গাঁদা ফুল, বেলপাতা ও মুলতানি মাটি দিয়ে তৈরি করা হয়েছে ভেষজ আবির। বন দফতরের নন টিম্বার ফরেস্ট প্রডিউস ডিভিশনের তরফে প্রতি বছর ভেষজ আবির তৈরি করা হয়।এবছরও বাগডোগরার টাইপোতে এই ভেষজ আবির তৈরি করা হয়েছে।
ইতিমধ্যেই বনজের কাউন্টারগুলিতে সেই আবির বিক্রি শুরু হয়ে গিয়েছে।এবছর প্রায় ৭ কুইন্টাল ভেষজ আবির তৈরি করা হয়েছে।কমলা, সবুজ ও হলুদ রঙের আবির তৈরি করা হয়েছে। গাঁদা ফুলের সঙ্গে সুগন্ধী, মুলতানি মাটি মিলিয়ে তৈরি করা হয়েছে কমলা ও হলুদ আবির। অন্যদিকে বেলপাতার সঙ্গে মুলতানি মাটি, সুগন্ধি মিলিয়ে সবুজ রঙের আবির তৈরি করা হয়েছে। ৫০০ গ্রামের আবিরের প্যাকেট ৯০ টাকা ও ২৫০ গ্রাম আবিরের প্যাকেটের দাম রাখা হয়েছে ৫০ টাকা।
কলেজপাড়ায় বনজের কাউন্টারে এই আবির পাওয়া যাবে। এছাড়াও জলপাইগুড়িতেও এই আবির বিক্রি হবে। নন টিম্বার ফরেস্ট প্রডিউস ডিভিশনের ডিএফও এসপি শর্মা জানান, গত বছর এই আবির বিক্রি করে প্রায় ৪৬ হাজার টাকা আয় হয়েছিল। এবছর ১ লক্ষ টাকা আয় হবে।