ফুলবাড়ি, ৪ জানুয়ারিঃ বাড়ির কাছে একটি গাছ থেকে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের পুটিমারির ডাঙ্গাপাড়া এলাকায়।মৃত ব্যক্তির নাম বিক্রম উরিয়া(৪৭)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিক্রম উরিয়া চা বাগানের শ্রমিকের কাজ করতেন।আজ দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে যায় বিক্রম।দুপুর ৩ টা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
কি কারনে এমন ঘটনা ঘটলো তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।