ফুলবাড়ি, ৩১ মার্চঃ ফুলবাড়ি ব্যারেজ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার বিকেলে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের ৩ নম্বর লকগেট থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিনে ফুলবাড়ি ব্যারেজ এলাকায় প্রচুর মানুষ ঘুরতে আসেন।সেইসময় তাদের মধ্যে কয়েকজন মহানন্দা ব্যারেজের ৩ নম্বর গেটে একটি দেহ ভাসতে দেখেন।সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।