রাজগঞ্জ, ১৫ অক্টোবরঃ দোরগোড়ায় বাঙালির প্রাণের উৎসব দূর্গা পূজা।মন্ডপে মন্ডপে চলছে তার শেষ মুহুর্তের প্রস্তুতি।পিছিয়ে নেই শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি বটতলা দূর্গা পূজা কমিটি। ৪৪ তম বর্ষে এবারে তাদের থিম কর্মযজ্ঞ।
দীর্ঘ কয়েক বছর ধরে শিলিগুড়ি শহরতলী বা রাজগঞ্জ ব্লকের মধ্যে বিগ বাজেটের পুজো করে আসছে ফুলবাড়ি বটতলা দূর্গা পূজা কমিটি।এবছরও শহরের ক্লাব গুলোর সঙ্গে টেক্কা দিয়ে মন্ডপসজ্জা ও আলোক সজ্জা করছেন।
এই বিষয়ে দুর্গাপূজা কমিটির সভাপতি আশিস কুমার প্রামাণিক বলেন, এবছর আমাদের দূর্গা পূজা ৪৪ তম বছরে পদার্পণ করছে।কর্মযজ্ঞ থিমের মাধ্যমে, যারা পুজো প্যান্ডেলের কাজ করেন সেই শিল্পীদের শিল্পকলা তুলে ধরা হচ্ছে।প্রায় ২০ লক্ষ টাকা বাজেট রাখা হয়েছে। কুমারটুলির প্রতিমা ও সুসজ্জিত আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবছরের মতো এবছরও বহু দর্শনার্থী পুজো দেখতে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি।