করোনা আবহেই চলছে ফুলবাড়ি বটতলা পুজো কমিটির দূর্গা পুজোর প্রস্তুতি 

রাজগঞ্জ, ৯ অক্টোবরঃ দুর্গা পুজোর আর কয়েকদিনের অপেক্ষা।করোনা পরিস্থিতিতে এবারে বদলে গিয়েছে পুজোর আমেজ, জাঁকজমক।ছোটো করেই পুজোর আয়োজন করছে পুজো কমিটিগুলি।  


ফুলবাড়ি বটতলা পুজো কমিটি প্রতিবছর বিগ বাজেটের পুজো করা থাকলেও এবারে পুজোর বাজেটে কাটছাঁট করা হয়েছে।করোনার কারণে স্বাস্থ্যবিধির উপর জোর দিয়েছে পুজো কমিটি।

কমিটির সদস্য রোহিত সাহা বলেন,রাজগঞ্জের ফুলবাড়ি বটতলা দুর্গা পুজো কমিটি গত বছর ১৬ লক্ষ টাকা বাজেটে পুজো করেছিল।এবারে বাজেট ৪ লক্ষ টাকা।খোলামেলা মণ্ডপ করা হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে দর্শনার্থীরা যাতে প্রতিমা দর্শন করতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *