ফুলবাড়ি, ৬ আগস্টঃ নম্বরবিহীন টোটো চলতে দেওয়ার দাবিতে বিক্ষোভ শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি ব্যাটেলিয়ান মোড়ে বিক্ষোভ টোটো চালকদের।ফুলবাড়ি ও তার পার্শ্ববর্তী এলাকার টোটো চালকেরা এদিনের বিক্ষোভ সামিল হন।এদিন রাস্তা দিয়ে যাওয়া নম্বরযুক্ত টোটো আটকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
চলতি মাসের ১ তারিখ থেকে নম্বরবিহীন টোটো মূল রাস্তায় চলাচলা নিষিদ্ধ করেছে পুলিশ প্রশাসন।তারই প্রতিবাদে সরব হয়েছেন টোটো চালকরা।সোমবারের পর মঙ্গলবারও আন্দোলনে নেমেছেন টোটো চালকরা।
আন্দোলনকারী টোটো চালকেরা বলেন, টোটো চালকরা সকলে গরীব পরিবারের।অনেকে ঋণ নিয়ে টোটো কিনেছেন।বর্তমানে টোটো না চালাতে দিলে কিভাবে সেই ঋণ পরিশোধ করবেন।
তাদের দাবী, ফুলবাড়ি, নৌকাঘাট, জলপাইমোড়, থানা মোড়, মেডিক্যাল এই সব এলাকায় টোটো চালাতে দিক প্রশাসন। এছাড়া আমাদের নম্বর দেওয়া হোক, নতুবা উপার্জনের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক বলে জানান টোটো চালকেরা।