ফুলবাড়ি ক্যানেল রোডে পথ দুর্ঘটনায় আহত ৩

রাজগঞ্জ, ৪ নভেম্বর: ফুলবাড়ি ক্যানেল রোডে পূর্বধনতলা এলাকায় বাইক ও ছোট চারচাকা গাড়ির দুর্ঘটনায় আহত হলেন তিনজন।আহতরা হলেন চোপড়া সংলগ্ন এলাকার বাসিন্দা জ্যোতিষ রায় ও অর্জুন রায় এবং স্থানীয় এলাকার বাসিন্দা দোলন সরকার।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে একটি বাইকে করে চোপড়ার দিকে যাচ্ছিলেন জ্যোতিষ রায় ও অর্জুন রায়।সেইসময় পূর্বধনতলা এলাকায় পাকা রাস্তা পার হতে যাওয়া দোলন সরকার নামে এক মহিলাকে ধাক্কা মেরে বাইকটি পড়ে যায়।এদিকে সেই মুহূর্তে ৪ জন পর্যটক একটি ছোট চার চাকার গাড়ি নিয়ে ডুয়ার্সের দিকে যাচ্ছিল।গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে ধাক্কা মারে।ঘটনায় ওই দুই বাইক আরোহী এবং পথচলতি মহিলা গুরুতর জখম হয়।বাইক চালককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং বাকি দুজনকে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom