রাজগঞ্জ, ২৫ ডিসেম্বরঃ প্রশাসনের নির্দেশে রাস্তার পাশ থেকে দোকান সরিয়ে নিলেন ফুলবাড়ি ক্যানেল রোডের ব্যবসায়ীরা।তবে সরকারের তরফে ক্ষতিপূরণ না পাওয়ায় আক্ষেপ করেন ব্যবসায়ীরা।
ফুলবাড়ি-গজলডোবা ক্যানেল রোডের গুরুত্ব বেড়ে যাওয়ায় ফুলবাড়ির মার্ডার মোড় এলাকায় রাস্তার পাশে অনেক দোকানপাট গড়ে উঠেছিল।তবে ওই রাস্তায় দুর্ঘটনা বেড়ে যাওয়ায় নড়েচড়ে বসে প্রশাসন।ক্যানেল রোডের পাশে গড়ে ওঠা দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।সেইমত নিজেরাই আজ দোকান সরিয়ে নেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলেন, কেউ ৫ বছর তো কেউ ১৫ বছর থেকে ক্যানেল রোডে দোকান করছেন। ছোট দোকান করে কোনোরকমের সংসার চালাতেন তারা।এনজেপি থানার পুলিশ তিনদিনের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।তাই নিরুপায় হয়ে নিজেরাই দোকান সরিয়ে নিলেন। উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে কিভাবে বাঁচবেন তা ভেবে পাচ্ছেন না।এই পরিস্থিতিতে সরকারের তরফে ক্ষতিপূরণ দেওয়ার দাবী জানান তারা।