রাজগঞ্জ, ২১ নভেম্বরঃ ফুলবাড়ি ক্যানেল রোডে যত্রতত্র পড়ে রয়েছে ব্যবহার করা পিপিই কিট।এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দা ও পথ চলতি মানুষ।
স্থানীয়রা জানান, ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিস্তা ক্যানেলের গুরুত্বপূর্ণ রাস্তার উপরে মাঝেমধ্যেই পিপিই কিট পড়ে থাকতে দেখা যাচ্ছে।স্থানীয়দের ধারণা সাহুডাঙ্গী এলাকায় যে বৈদ্যুতিক চুল্লি রয়েছে, সেখানে শিলিগুড়ি-জলপাইগুড়ি ছাড়াও পার্শ্ববর্তী জেলার করোনা আক্রান্তদের মৃতদেহ দাহ করা হয়।
অধিকাংশ শববাহী গাড়ি ওই ক্যানেল রোড দিয়ে যাতায়াত করে।সম্ভবত ওই গাড়ি গুলি থেকেই পিপিই কিট ফেলা হয়।স্থানীয়রা আরও বলেন, এমনিতেই মানুষ আতঙ্কিত।তার মধ্যে রাস্তার ওপরে ওই পিপিই কিট বেশি আতঙ্ক সৃষ্টি করছে।বিষয়টি প্রশাসনের দেখা উচিত।