রাজগঞ্জ, ৭ জুনঃ ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের যুগিভিটা এলাকায় করোনা রোগী ধরা পরার পর এলাকা কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।ঘোষণার ৪ দিন হয়ে গেলেও এলাকায় দেওয়া হয়নি ব্যারিকেড।এমনকি এলাকা স্যানিটাইজও করা হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ফুলবাড়ির যুগিভিটা এলাকার একটি লজের কেয়ারটেকারের মেয়ের করোনা ধরা পরে।ওই পরিবারের সদস্য সহ বেশ কয়েকজনের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়।পরের দিনই এলাকাটি কনটেনমেন্ট জোন ঘোষণা করে প্রশাসন।
স্থানীয়দের অভিযোগ, করোনা আক্রান্তের পরিবারের সদস্যরা এলাকার অনেকের বাড়িতে যাতায়াত করছেন।প্রশাসনের তরফে এলাকাটি কনটেনমেন্ট জোন ঘোষণা করলেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেয়নি।এছাড়া এলাকা স্যানিটাইজ করা হয়নি।এরফলে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
এলাকার বাসিন্দা মিঠু রায় এবং আমিরুদ্দিন ইসলাম বলেন, প্রশাসনের তরফে স্যানিটাইজ করা হয়নি। তাই স্থানীয় যুবকরা নিজেদের উদ্যোগে এলাকায় ব্লিচিং পাউডার ছড়িয়ে এলাকা স্যানিটাইজ করে।
এদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় বলেন, বিষয়টি স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি প্রশাসনেরও নজরে রয়েছে।এব্যাপারে ব্লক প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।