ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রকে পৌরসভা করার দাবি নিয়ে কলকাতায় যাচ্ছেন মন্ত্রী গৌতম দেব  

রাজগঞ্জ, ২৭ ডিসেম্বরঃ ডাবগ্রাম–ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রকে পৌরসভা করার দাবি নিয়ে ৩ জানুয়ারি কলকাতায় যাচ্ছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পৌরসভার আবেদন করবেন।রবিবার ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের লকডাউন মোড়ে তৃণমূলের এক জনসভায় একথাই বললেন এলাকার বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।


মন্ত্রী গৌতম দেব বলেন, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রকে পৌরসভা করার দাবি দীর্ঘদিনের।এলাকার জন্য মুখ্যমন্ত্রীর কাছে যা কিছু চেয়েছি তিনি পূরণ করেছেন।কখনও ফিরিয়ে দেননি।তার আশা মুখ্যমন্ত্রী ডাবগ্রাম ফুলবাড়িকে পৌরসভা করে মানুষের চাহিদা পূরণ করবেন। 

ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র ভৌগলিক অবস্থানগত কারণে কার্যত শিলিগুড়ি শহরের পরিপূরক।শিলিগুড়ি শহরকে প্রায় চারদিক থেকে ঘিরে রেখেছে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র।এছাড়া ওই বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে শিলিগুড়ি পুরনিগমের ১৪টি ওয়ার্ড।


ফুলবাড়ি-ডাবগ্রাম পঞ্চায়েত এলাকা হলেও এই এলাকায় রয়েছে রাজ্যের শাখা সচিবালয়-উত্তরকন্যা, কয়েকটি প্রশাসনিক ভবন, রেল স্টেশন, দুটি থানা, সশস্ত্র পুলিশ ব্যারাক,দুটি দমকল কেন্দ্র, বৈদ্যুতিক চুল্লি, অভিবাসন কেন্দ্র, বহির্বাণিজ্যের স্থল বন্দর, ইএসআই হাসপাতাল, প্রচুর কলকারখানা এবং শিল্পতালুক।  শিলিগুড়ি শহরের উপর চাপ বাড়ায় ওই এলাকায় জনসংখ্যা বেড়েই চলছে।তাই আগামীতে পৌরসভা করা হবে বলে আশ্বাস দেন পর্যটনমন্ত্রী।

এদিনের জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রদেশ সভাপতি হাজী নুরুল ইসলাম, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ধুপগুড়ির বিধায়ক মিতালী রায়, যুব তৃনমূলের জলপাইগুড়ি জেলার সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, ডাবগ্রাম–ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূলের ব্লক সভাপতি দেবাশীষ প্রামাণিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *