রাজগঞ্জ, ১৯ জুলাইঃ ফের দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে টায়ার চুরির ঘটনায় চাঞ্চল্য।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি বর্ডার রোড এলাকায়।বর্ডার রোডে ভুট্টা বোঝাই একটি গাড়ির পিছনের দুটি চাকা ও ব্যাটারি চুরি হয়ে যায় বলে অভিযোগ।
এই বিষয়ে গাড়ির মালিক জানান, গাড়িটি রাত থেকেই বর্ডার রাস্তার পাশে রাখা ছিল।আজ গাড়ির চালক গাড়ি নিতে এসে দেখেন গাড়ির পিছনের ডান দিকের দুটি টায়ার নেই।টায়ার দুটি চুরি হয়েছে।দুটি টায়ারের মূল্য ৬০ হাজার টাকা।এর আগেও মাঝেমধ্যেই এলাকায় গাড়ির বিভিন্ন জিনিস চুরি হয়েছে।এলাকায় পুলিশের টহলদারি দাবি করেছেন স্থানীয়রা।