শিলিগুড়ি, ৫ সেপ্টেম্বরঃ গত কয়েকদিন থেকে শিলিগুড়ি শহরে পানীয় জল সরবরাহে সমস্যা দেখা দিয়েছে।সেই সমস্যা সমাধানে রবিবার পুরনিগমের প্রশাসক বোর্ডের সদস্যদের নিয়ে ফুলবাড়ি জল প্রকল্প পরিদর্শন করলেন প্রশাসক গৌতম দেব।খুব শীঘ্রই যাতে শহরে জল সরবরাহ স্বাভাবিক করা যায় সেব্যাপারে আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন তিনি।
এদিন গৌতম দেব বলেন, যেখান থেকে জল তোলা হয় সেখানে পলি জমে যাওয়ার পাশাপাশি যান্ত্রিক সমস্যার জন্য কয়েকদিন থেকে শিলিগুড়ি শহরে জল সরবরাহে বিঘ্ন ঘটছে। ফুলবাড়ি জল প্রকল্প থেকে বৃহত্তর শিলিগুড়ি শহরের পানীয় জল সংগ্রহ করা হলেও আগে পুরনিগমের বোর্ডে যারা ছিলেন তাঁরা যন্ত্রাংশ মেরামত ও পলি সরানোর ব্যাপারে তেমন উদ্যোগ নেয়নি।ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। প্রকল্পের দায়িত্বে থাকা বাস্ত ও কর্মীরা দিনরাত কাজ করে চলেছেন।দুদিনের মধ্যে জল সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।পাশাপাশি তিনি আরও বলেন, শিলিগুড়ি শহর ও তার পার্শ্ববর্তী এলাকায় পানীয় জল সরবরাহের জন্য গজলডোবা মেগা জল প্রকল্প করা হবে।তার জন্য ৪৭০ কোটি টাকার প্রকল্প সরকারের কাছে জমা দেওয়া হয়েছে।সেখান থেকে অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।