রাজগঞ্জ,৪ মার্চঃ ফুলবাড়ির ‘পথের সাথীতে’ পানীয় জল ব্যবহারের অযোগ্য। তাই ফিরে যাচ্ছেন গ্রাহকরা।এমনই অভিযোগ দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর।
শিলিগুড়ি শহরের অদূরে ২০১৭ সালে ফুলবাড়ি বাইপাসে তৈরি করা হয়েছিল ‘পথের সাথী’। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে রয়েছে ওই ‘পথের সাথী’। হোটেল ছাড়াও বিশ্রাম ও রাত্রিবাসের ব্যবস্থা রয়েছে সেখানে। পরিচালনার জন্য স্থানীয় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু পথের সাথীতে নেই পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা।
স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বলেন, জলে আয়রন থাকায় রান্নার কাজে ব্যবহার করা যাচ্ছে না। জলের অবস্থা দেখে ফিরে যাচ্ছেন গ্রাহকরা। এতে লোকসান হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর। বিষয়টি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানো হলেও সুরাহা হয়নি।
এবিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় বলেন, ফুলবাড়ি-১ ও ফুলবাড়ি-২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। ফুলবাড়ি থেকে শিলিগুড়িতে পিএইচই এর পানীয় জল সরবরাহ করা হলেও এলাকার মানুষ বঞ্চিত। এই সমস্যার কথা পর্যটন মন্ত্রী গৌতম দেবকে জানানো হয়েছে। এছাড়াও এসজেডিএকে জানানো হয়েছে।