ফুলবাড়ি সীমান্তে বিএসএফ ও বিজিবি’র ব্যান্ড প্রদর্শন ও রিট্রিট অনুষ্ঠানের আয়োজন

রাজগঞ্জ, ১১ অক্টোবরঃ ফুলবাড়ি সীমান্তে বিএসএফ ও বিজিবির ব্যান্ড প্রদর্শন ও রিট্রিট অনুষ্ঠান করা হল।


স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে আজাদি কা অমৃত মহোৎসবের পালন করা হচ্ছে।মঙ্গলবার তারই অঙ্গ হিসাবে  ভারতের ফুলবাড়ি সীমান্তে ব্যান্ড প্রদর্শন ও রিট্রিট অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই বিষয়ে বিএসএফের কমান্ডেন্ট এসএস সিরোহি বলেন, আজাদি অমৃত মহোৎসব উপলক্ষে আজ ফুলবাড়ি সীমান্তে দুই দেশের যৌথ উদ্যোগে ব্যান্ড প্রদর্শন ও রিট্রিট অনুষ্ঠান করা হল।যেখানে দুই দেশের বহু মানুষ এই অনুষ্ঠানে দেখতে আসেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom