রাজগঞ্জ, ২৩ মার্চঃ পরিকাঠামো যুক্ত ও পর্যাপ্ত ট্রাক পার্কিং ব্যবস্থা করার দাবিতে ফুলবাড়ি ভারত-বাংলাদেশ সীমান্ত চেকপোস্টে বিক্ষোভ দেখালেন ট্রাকচালক ও ব্যবসায়ীরা।
জানা গিয়েছে, এদিন সমস্ত ট্রাক চালক এবং ব্যবসায়ীরা পার্কিংয়ের দাবিতে বিক্ষোভে সামিল হন।যতদিন না নির্মীয়মান সরকারি পার্কিংয়ের পরিকাঠামো না করা হয়, ততদিন সেই এলাকায় পুরনো পার্কিং গুলি চালু রাখার দাবি তোলা হয়।বিক্ষোভের খবর পেয়ে ছুটে আসে এনজেপি থানার পুলিশ।পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ফুলবাড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভঙ্কর নস্কর বলেন, ফুলবাড়ির আমাইদীঘি এলাকায় সরকারিভাবে একটি পার্কিং খোলা হয় যাতে ট্রাকগুলি রাস্তায় না দাঁড়িয়ে থাকে ও সাধারণ মানুষদের সমস্যা না হয়।পুলিশের তরফে ফুলবাড়ি থেকে সীমান্ত পর্যন্ত এশিয়ান হাইওয়ের ওপর যেসমস্ত বোল্ডার বোঝাই গাড়ি দাঁড়িয়ে থাকে সেই সমস্ত গাড়িগুলিকে রাস্তা থেকে সরিয়ে সেই নির্মীয়মান পার্কিংয়ে প্রবেশ করানো হয়।তবে ট্রাক চালকদের সুবিধার্থে যে পার্কিংটি খোলা হয়েছে সেই পার্কিংয়ে নেই কোনও শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা ও বিশ্রামাগার।এছাড়া গাড়ি চলাফেরার রাস্তার অবস্থা যথেষ্ট খারাপ।এই সমস্যার সমাধান অতি দ্রুত করা হোক নাহলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে ট্রাকচালক ও ব্যবসায়ীরা।