রাজগঞ্জ, ১১ এপ্রিলঃ ফুলবাড়ি সীমান্তে যাওয়ার রাস্তা যানজট মুক্ত করার দাবিতে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় মহিলারা।
জানা গিয়েছে, প্রতিদিনই এশিয়ান হাইওয়ে ২ রাস্তায় শয়ে শয়ে ট্রাক দাঁড়িয়ে থাকে।ফলে সমস্যায় পড়তে হচ্ছে সীমান্ত দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ থেকে স্থানীয়দের।পুলিশের তরফে অভিযান করা হলেও অবস্থার কোনোরকম পরিবর্তন হচ্ছে না।এই কারণে সোমবার ফুলবাড়ি- বাংলাদেশ যাওয়ার রাস্তায় বসে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা।
এই বিষয়ে রিঙ্কু সরকার বর্মন জানান,দীর্ঘ কয়েক বছর ধরে এই রাস্তার যানজট লেগেই থাকে।ফলে এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের যাতায়াতে সমস্যা হয়।মহিলারাও সঠিক সুরক্ষা পাচ্ছেনা।স্থানীয় কোনো মানুষের অসুবিধা হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অ্যাম্বুলেন্স যাওয়ার জায়গা টুকুও থাকে না বলে অভিযোগ করেন তিনি।এছাড়া সীমান্তের পাশে যে দুটি বেসরকারি পার্কিং ছিল সেগুলো বন্ধ করে দেওয়ায় হয়েছে।সরকারি পার্কিং খোলা হলেও সেখানে উপযুক্ত পরিকাঠামো না থাকায় গাড়িগুলো সেখানে পার্কিং করছে না।যার জেরে গাড়ি গুলো রাস্তায় দাঁড়িয়ে থাকছে।ফলে সমস্যায় পড়ছে পথচারী থেকে স্থানীয়রা।তাই প্রশাসনের কাছে আমাদের দাবি অবিলম্বে এই যানজট মুক্ত করার ব্যবস্থা করা হোক।
এদিকে বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।বিডিও আশ্বাস দেন কয়েকদিনের মধ্যেই এই সমস্যার সমাধান করা হবে।এই আশ্বাসের পর বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা।