রাজগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বাংলাদেশে খাদ্য পণ্য রপ্তানির উদ্দেশ্যে ফুলবাড়ি স্থলবন্দর পরিদর্শন করলেন সিকিমের কৃষি দপ্তরের আধিকারিকরা।
বৃহস্পতিবার সিকিমের কৃষি দপ্তরের অ্যাডিশনাল ডিরেক্টর, নোডাল অফিসার সহ কৃষি ও বিপণন দপ্তরের আধিকারিকরা পরিদর্শন করেন।
সিকিমের কৃষি দপ্তরের নোডাল অফিসার জগদীশ প্রকাশ প্রধান বলেন, সিকিমে থেকে জৈব উপায়ে উৎপাদিত কমলালেবু, বড় এলাচ, আদা সহ কিছু পণ্য বাংলাদেশের রপ্তানি করতে আগ্রহী। বাংলাদেশে এসব খাদ্যপণ্যের চাহিদা রয়েছে। তাই ফুলবাড়ি স্থল বন্দরের রপ্তানি ব্যবস্থা ও পরিকাঠামো দেখার জন্য এসেছেন। গোটা বিষয়টি জানার পর সিকিমের কৃষক ও রপ্তানিকারকদের অবগত করতে পারবেন। তিনি আরও বলেন, ফুলবাড়ি সীমান্ত দিয়ে খাদ্যপণ্য রপ্তানি করতে হলে কি পদ্ধতি মানতে হবে সে ব্যাপারে জানতেই পরিদর্শন করা।