ফুলবাড়ি, ২২ এপ্রিলঃ ফুলবাড়িতে ফের চুরির ঘটনা।শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির বাইপাসের ট্রাক টার্মিনাসের পার্কিংয়ে থাকা ২০ থেকে ২৫ টি ট্রাক থেকে গাড়ির যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটে।এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
জানা গিয়েছে, ফুলবাড়ি বাইপাসের ট্রাক টার্মিনাসের পার্কিংয়ে প্রচুর গাড়ি রাখা থাকে।সেই পার্কিং থেকে প্রায় ২০ থেকে ২৫টি গাড়ির সেলফ সহ নানা যন্ত্রাংশ চুরি হয়।চুরি যাওয়া যন্ত্রাংশের আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।এর আগেও একাধিকবার গাড়ি থেকে গাড়ির তেল, ব্যাটারি সহ নানা জিনিস চুরি হয়।গতকাল রাতে ফের চুরির ঘটনা ঘটে।খবর পেয়ে এনজেপি থানার পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনার পরই গাড়ির মালিকরা এলাকায় পুলিশি টহলদারির দাবি জানান।