ফুলবাড়ি ট্রাক টার্মিনালে ট্রাকের নীচে চাপা পড়ে সহকারী চালকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১   

শিলিগুড়ি, ১৪ মার্চঃ ফুলবাড়ি ট্রাক টার্মিনালে ট্রাকের নীচে চাপা পড়ে মৃত্যু হয়   ট্রাকের সহকারী চালকের। এই ঘটনায় ট্রাক চালককে গ্রেফতার করল পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১ ফেব্রুয়ারি সন্দীপ সাহা নামে ট্রাকচালক ট্রাকে বসেছিলেন।গাড়িটির স্টার্ট এর ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ায় ট্রাকের সহকারী চালক ট্রাকের নিচে গিয়ে গাড়িটি সচল করার চেষ্টা করছিল। সেই সময় আচমকা ট্রাকটি স্টার্ট হয়ে যাওয়ায় সহকারি চালকের উপর দিয়েই উঠে যায় চাকা। এরফলে মৃত্যু হয় সঞ্জীব বাগদির।ঘটনার পরই গা ঢাকা দেয় ট্রাকের চালক। ঘটনার তদন্তে নেমে এনজেপি থানার পুলিশ ট্রাকের চালক সন্দীপ সাহাকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করে।

প্রসঙ্গত, অসাবধানতাবশত দুর্ঘটনা ঘটলেও মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।এই অভিযোগের ভিত্তিতে চালককে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *