ফুলবাড়ির জিরো পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন

রাজগঞ্জ, ১৪ ডিসেম্বরঃ ফুলবাড়ি সীমান্ত চেকপোস্টের জিরো পয়েন্টে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবি’র যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হল।


দুই বাংলার সম্পর্ক বরাবরই ভাল।ভাষা ও সংস্কৃতির মিলও রয়েছে।এবছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ষ।এই উপলক্ষে এদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিন ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফ এবং বিজিবি’র তরফে মিষ্টি ও পুস্পস্তবক দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।পাশাপাশি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।


বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য অসংখ্য বিএসএফ জওয়ান শহীদ হয়েছেন।ভারত সরকার সহযোগিতা না করলে বাংলাদেশ হয়তো স্বাধীন হত না।স্বাধীনতার জন্য দুই দেশের মানুষের যে আত্মবলিদান, সেই ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি রবি গান্ধী  বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সব সম্পর্কই ভাল।বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মূল লড়াই হয়েছিল ৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত।সেই যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন সুবর্ণ জয়ন্তী বর্ষে তাদেরকে স্মরণ করতে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 780casibom giriş güncel adrescasibom 760 girişJojobetjojobetCasibom Girişdeneme bonusuJojobet Girişcasibom girişcasibomJojobet GirişCasibomCasibomcasibomcasibom girişcasibom güncel girişHoliganbet GirişMeritking