ফুলবাড়ি, ২৭ নভেম্বরঃ ফুলবাড়ির চতুরাগছ এলাকায় গরুর খাটালে কর্মরত এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃত যুবকের নাম বুদ্ধ রাই (২৫)। দার্জিলিং এর বাসিন্দা।তবে দীর্ঘদিন ধরে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চতুরাগছ এলাকার গরুর খাটালে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে গরুর খাটালের আরেক কর্মচারী প্রথমে যুবকের শোওয়ার ঘরে ঝুলন্ত দেহ দেখতে পান। পরে খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে এনজেপি থানার পুলিশ দ্রুত পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানান, কিছুদিন যুবকের সঙ্গে তার পরিবার সঙ্গে থাকলেও বেশকিছুদিন ধরে খাটালের ঘরে একা থাকতেন তিনি।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।
